৫ জানুয়ারি, ২০১৫। এ দিন আওয়ামী লীগ সারা দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে। গত বছরের এ দিনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। যদিও সে নির্বাচন নিয়ে অনেক তর্ক-বিতর্ক এখনো জারি রয়েছে। আলোচনার বিষয় সেটি নয়। জেলা বা নিজ এলাকার রাজনীতির ওপর আলোচনার জন্যই উপরোক্ত শিরোনামের সূত্রপাত। তবে লক্ষণীয় যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজনৈতিক দলগুলোর ওপর কোনো খবর বা প্রতিবেদন স্থানীয় পত্রিকাগুলোয় খুব কমই চোখে পড়েছে। যেটুকু পড়েছে, তা হলো মিছিল-মিটিং-সভা-সেমিনার সংক্রান্ত। তাই আলোচনার জন্য শুধু নিজ এলাকা নাচোলকেই বেছে নেয়া হয়েছে।
