শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

কানসাট ট্র্যাজেডি




১০ ফেব্রুয়ারি, ২০০৬



এক ভয়াবহ ঘটনা ঘটে গেল গত ২৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে। পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারায় ৮ জন নিরীহ মানুষ। তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে কানসাট তথা এর আশপাশের সমস্ত মানুষ। বিক্ষোভে ফেটে পড়া মানুষ সেদিন পল্লী বিদ্যুতের পিলারে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে আগুন ৩১ জানুয়ারি পর্যন্ত জ্বলতে দেখা গিয়েছে। আগুনের লেলিহান  শিখায় তাদের আন্দোলন আরো শক্ত হয়ে দানা বাঁধে।

শ্রমিকের মৃত্যু কি ক্ষতিপূরণের জন্যই?


১৯ এপ্রিল, ২০০৫ 





দেশে গার্মেন্টসে অগ্নিকা-ের পাশাপাশি নতুন একটি দুর্ঘটনা যুক্ত হয়েছে। এ দুর্ঘটনার নাম ভবন ধস। এরকম একটি ঘটনা ঘটেছে গত ১০ এপ্রিল মধ্যরাতে সাভার বাইপাইলের পলাশবাড়িতে। স্পেকট্রাম নামে নয়তলা ভবনটি ধসে পড়ে একতলা ভবনে পরিণত হয় এবং দূর থেকে এটিকে দেখলে মনে হয় একটি টিলার মতন।
স্পেকট্রাম ভবন ধসে চাপা পড়ে প্রায় পাঁচশ শ্রমিক। আশঙ্কা করা হচ্ছে, চাপা পড়া শ্রমিকের মধ্যে

বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

আমাদের জীবনে পয়লা বৈশাখ



১৪ এপ্রিল, ২০০৫




আজ ১ বৈশাখ। ক্যালেন্ডারের এই একটি মাত্র দিনকে বাঙালি তার সংস্কৃতি অনুযায়ী পালন করে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন এ দিনটি পালনে নানা আয়োজন দেখা যায়। আয়োজনের মধ্যে মেলাটাই মুখ্য। মেলায় থাকে দেশীয় কারুশিল্পের সমাহার। থাকে পান্তা-ইলিশের আয়োজন। সঙ্গীত, আবৃত্তি আর নাটকের পাশাপাশি মানুষের কোলাহলে মুখরিত থাকে ১ বৈশাখ। এভাবে চলে আসছে বা যাচ্ছে বছরের পর বছর। সময়ের তালে আয়োজনে বহুমাত্রিকতা যোগ হয় শুধু।

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং প্রাসঙ্গিক ভাবনা



৮ নভেম্বর, ২০০৪




২০০২ এর ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে সংঘটিত ন্যক্কারজনক ঘটনার পর গত ২৯ অক্টোবর ২০০৪ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো বলা যায়। ৩১ অক্টোবর রবিবার দেশের সবক’টি পত্রিকার মুখ্য খবর ছিল এটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কয়েকটি বিষয় লক্ষণীয়। এক. ছাত্রী হলের ছাদে সশস্ত্র যুবকের উপস্থিতি, দুই. এর প্রতিবাদ জানালে ছাত্রীদের ওপর হল-শিক্ষকদের হুমকি, তিন. প্রতিবাদ মিছিলে

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র



১৩ অক্টোবর, ২০০৪




আজ ১৩ অক্টোবর নাচোলের তেভাগা অর্থাৎ সাঁওতাল আন্দোলনের বিখ্যাত নেত্রী ইলা মিত্রের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০০২ এর ১৪ অক্টোবর সকালে ঘুম ভেঙেছিল তাঁর মৃত্যুর খবর শুনে। মর্মাহত হয়েছিলাম। মর্মাহত হয়েছিলাম এজন্য যে, এই মহিয়সী নারীকে নিয়ে তথা তেভাগা আন্দোলন সম্পর্কে কাজ করার মানসে বই-পুস্তক জোগাড় করা শুরু করেছিলাম। ইচ্ছে ছিল তাঁর সাক্ষাতের মধ্য দিয়ে কাজটা শুরু করবো। তা আর হয়নি। সে কাজ শুরুর আগেই তিনি এ পৃথিবী ছেড়ে চলে গেলেন।

শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

জনগণের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য জনগণ

বর্ষ ৫, সংখ্যা ১৮-১৯, ১৫ জুন ১৯৯৬


সমস্যা, সমস্যা। শত সমস্যার দেশ এই বাংলাদেশ। যদিওবা সভ্যতার বিকাশে পা বাড়াতে বাংলাদেশ শত সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করছে। না। আর হয়ত পারবে না। গত দু’বছর চলমান আন্দোলনের ফলে বাংলাদেশ সভ্যতা, উন্নয়ন ও অর্থনৈতিক দিক থেকে কমসে কম পঁচিশ-ত্রিশ বছর পিছিয়ে গেল। এর জন্য দায়ী করা যায় বাংলাদেশের রাজনীতিকে।

কিছু কথা...

এটি একটি ব্যক্তিগত ওয়েবসাইট। এখানে তুলে দেয়া সব প্রবন্ধ-গল্প-কবিতা বিভিন্ন সময়ে লেখা হয়েছে। কোনোটি আবার প্রকাশিত হয়েছে দেশের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। তবে বেশির ভাগ লেখা প্রকাশ পেয়েছে বিবিসিখ্যাত সাংবাদিক প্রয়াত শ্রদ্ধেয় আতাউস সামাদ স্যারের ‘সাপ্তাহিক এখন’ পত্রিকায়। কেননা সেখানে সহ-সম্পাদকের দায়িত্ব পালনের সুবাদে লিখতে হয়েছে। পাশাপাশি প্রায় প্রতি সংখ্যার জন্য দেশের বিশিষ্টজন, রাজনীতিকদের সাক্ষাৎকারও নিতে হয়েছে। সেসবও তুলে দেয়া হলো। তবে চেষ্টা ছিল লেখাগুলোর প্রকাশকাল অনুযায়ী তুলে ধরার। কিন্তু লেখাগুলো যখন যেভাবে পাচ্ছি, তাতে সময়কাল হিসেবে তুলে ধরতে গেলে অনেক সময় অপেক্ষা করতে হবে এবং এজন্য দীর্ঘদিন লেখাগুলো আপলোডও দেয়া হয়নি। আশা করব, বিষয়টিকে মার্জনার সঙ্গে দেখার। 
প্রসঙ্গত, অনেক সময় ছদ্মনামেও লেখা হয়েছে। সেগুলোও দেয়া হলো। সত্যিকার অর্থে, প্রকাশিত-অপ্রকাশিত সব লেখা সংরক্ষণের জন্য এ ওয়েবসাইটের অবতারণা...
সবার প্রতি রইল আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা
সাজিদ তৌহিদ