এটি একটি ব্যক্তিগত ওয়েবসাইট। এখানে তুলে দেয়া সব প্রবন্ধ-গল্প-কবিতা বিভিন্ন সময়ে লেখা হয়েছে। কোনোটি আবার প্রকাশিত হয়েছে দেশের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। তবে বেশির ভাগ লেখা প্রকাশ পেয়েছে বিবিসিখ্যাত সাংবাদিক প্রয়াত শ্রদ্ধেয় আতাউস সামাদ স্যারের ‘সাপ্তাহিক এখন’ পত্রিকায়। কেননা সেখানে সহ-সম্পাদকের দায়িত্ব পালনের সুবাদে লিখতে হয়েছে। পাশাপাশি প্রায় প্রতি সংখ্যার জন্য দেশের বিশিষ্টজন, রাজনীতিকদের সাক্ষাৎকারও নিতে হয়েছে। সেসবও তুলে দেয়া হলো। তবে চেষ্টা ছিল লেখাগুলোর প্রকাশকাল অনুযায়ী তুলে ধরার। কিন্তু লেখাগুলো যখন যেভাবে পাচ্ছি, তাতে সময়কাল হিসেবে তুলে ধরতে গেলে অনেক সময় অপেক্ষা করতে হবে এবং এজন্য দীর্ঘদিন লেখাগুলো আপলোডও দেয়া হয়নি। আশা করব, বিষয়টিকে মার্জনার সঙ্গে দেখার। প্রসঙ্গত, অনেক সময় ছদ্মনামেও লেখা হয়েছে। সেগুলোও দেয়া হলো। সত্যিকার অর্থে, প্রকাশিত-অপ্রকাশিত সব লেখা সংরক্ষণের জন্য এ ওয়েবসাইটের অবতারণা...
সবার প্রতি রইল আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা
সাজিদ তৌহিদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন