১৪ এপ্রিল, ২০০৫
আজ ১ বৈশাখ। ক্যালেন্ডারের এই একটি মাত্র দিনকে বাঙালি তার সংস্কৃতি অনুযায়ী পালন করে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন এ দিনটি পালনে নানা আয়োজন দেখা যায়। আয়োজনের মধ্যে মেলাটাই মুখ্য। মেলায় থাকে দেশীয় কারুশিল্পের সমাহার। থাকে পান্তা-ইলিশের আয়োজন। সঙ্গীত, আবৃত্তি আর নাটকের পাশাপাশি মানুষের কোলাহলে মুখরিত থাকে ১ বৈশাখ। এভাবে চলে আসছে বা যাচ্ছে বছরের পর বছর। সময়ের তালে আয়োজনে বহুমাত্রিকতা যোগ হয় শুধু।




