১০ ফেব্রুয়ারি, ২০০৬
এক ভয়াবহ ঘটনা ঘটে গেল গত ২৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে। পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারায় ৮ জন নিরীহ মানুষ। তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে কানসাট তথা এর আশপাশের সমস্ত মানুষ। বিক্ষোভে ফেটে পড়া মানুষ সেদিন পল্লী বিদ্যুতের পিলারে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে আগুন ৩১ জানুয়ারি পর্যন্ত জ্বলতে দেখা গিয়েছে। আগুনের লেলিহান শিখায় তাদের আন্দোলন আরো শক্ত হয়ে দানা বাঁধে।

