দিক দিগন্ত, ঢাকাঅনেকগুলো প্রশ্ন নিয়ে সামনে এগুচ্ছে বাংলাদেশ। সব প্রশ্নের উত্তরও নির্ভর করছে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ওপর। সংকটের উত্তরণ সহসাই হচ্ছে না- এটা পরিষ্কার। যদিও ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার বড়ো ছেলে তারেক রহমান জামিনে মুক্তি পেয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও অনেক আগে প্যারোলে মুক্তি হয়ে দেশের বাইরে অবস্থান করছেন। আবার এদের মুক্তি নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন।